আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য জুড়ে চলছে বিজেপির কর্মযজ্ঞ " মেরি মাটি মেরা দেশ " ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    মেরি মাটি মেরা দেশ  কর্মসূচীকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে বিজেপির কর্মযজ্ঞ। রাজ্যের আটান্নটি ব্লক থেকে ৫৮ জন যুবক এবং আগরতলা পুর নিগম থেকে একজন অমৃত কলস নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। প্রতিটি বুথ থেকে মৃত্তিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর রাজ‍্যে দলের দশটি সাংগঠনিক জেলা সভাপতিরা ষাটটি বিধানসভা কেন্দ্রের অমৃত কলস নিয়ে প্রদেশ বিজেপির কার্যালয়ে আসবেন। এই গোটা কর্মসূচী নিয়ে মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয়।

    প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এই বিষয়ে বিস্তারিত জানান। সঙ্গে ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্না দেব বর্মন। প্রসঙ্গত সারা দেশ থেকে কলসি ভর্তি মৃত্তিকা নিয়ে দিল্লির কর্তব্য পথে অমৃত ভাটিকা নির্মাণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১২ই সেপ্টেম্বর ২০২৩
     

    3/related/default