Type Here to Get Search Results !

বোধজং স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মেয়রঃ আরশিকথা ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজধানীর বনেদী স্কুল বোধজং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর বার্ষিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। মঙ্গলবার এই উপলক্ষে স্কুলে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা, সমাজ সেবক তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। রক্তদান শিবিরের পাশাপাশি চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিরা স্কুলের এই ধরনের অনুষ্ঠানের বেশ প্রশংসা করেন।

রক্তদাতাদের উৎসাহ যোগান তারা। রক্তদানে মানুষকে নিয়মিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাচ, গান ও নাটক দর্শক শ্রোতাদের বেশ প্রশংসা কুড়োয়। উপস্থিত সবার মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১২ই সেপ্টেম্বর ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.