আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গজারিয়া এলাকায় হাওড়া নদীতে প্রতিমা ভাসান স্থল পরিদর্শনে মেয়রঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    হাতে গোনা আর কয়েকটা দিন।এরপরই শারদীয় দুর্গোৎসবের আনন্দে ভাসবে সবাই। দিন দিন শহর এবং শহরতলীর বাড়ছে পূজোর সংখ্যা। ফলে পুজো শেষে প্রতিমা ভাসানে বিভিন্ন ঘাট গুলিতে বাড়ছে চাপ। ইতিমধ্যেই আগরতলা পুর নিগম ও স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে দশমী ঘাট ভাসান স্থল আধুনিকীকরণ করার কাজ চলছে দ্রুত গতিতে। এবছর পুজোর আগে সমাপ্ত হবে তার কাজ। পাশাপাশি বিভিন্ন শহরতলিতে প্রতিমা ভাসানের ঘাট গুলির উন্নয়নেও নজর দিয়েছে আগরতলা পুর নিগম।


    বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার গজারিয়া এলাকায় হাওড়া নদীতে ভাসান স্থল ঘুরে দেখেন।সঙ্গে ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা মিনারানী সরকার, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর অঞ্জনা দাস প্রমুখ।এই এলাকায় দশমীকে কেন্দ্র করে শহর দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০ টি প্রতিমা প্রতি বছর নিরঞ্জন করা হয়। ফলে জায়গাটির উন্নয়নের প্রয়োজন রয়েছে।
    সে কারণে বুধবার মেয়র জায়গাটি পরিদর্শন করেন এবং পূজোর আগেই ভাসানের ক্ষেত্রে যেন কোন প্রকার অসুবিধায় পড়তে না হয় সেই ব্যবস্থা করার আদেশ দেন তিনি।.


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবি ও তথ্যঃ সুমিত কুমার সিংহ

    ১৩ই সেপ্টেম্বর ২০২৩

     

    3/related/default