Type Here to Get Search Results !

চাঁদহাট কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচঃ আরশিকথা বাংলাদেশ

মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ


ফরিদপুরের নগরকান্দার চাঁদহাট কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের চাঁদহাট কুমার নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগিতায় ছোট-বড়, রং বে-রংয়ের ১০টি নৌকা অংশ নেয়। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে ছিলো হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভীড়। নৌকা বাইচ ঘিরে নদের দুই পাড়ে বসেছে মেলা। মেলায় উঠেছে হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ফ্রিজ ও কালার টিভি দেওয়া হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামার সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট প্রমূখ। নৌকা বাইচের সার্বিক তত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা বিপ্লব জামান।


আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৯ অক্টোবর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.