আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলের তিন সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল অব. ফারুক খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সঙ্গে তারা মত বিনিময় করেন।
সেখানে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। মার্কিন নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলে ছিলেন, জিওফ্রে ম্যকডোনাল্ড, ড্যান মার্কার এবং ইশা গুপ্তা।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য। দলটি এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন কমিশনসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
ছবি ও তথ্যঃ সংগৃহীত
১৩ অক্টোবর ২০২৩