Type Here to Get Search Results !

সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালাঃ আরশিকথা বাংলাদেশ

সোহারাফ হোসেন সৌরাভ,সাতক্ষীরা, আরশিকথাঃ

 

সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রশিক্ষণ দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও পরিবেশ অধিদপ্তরের সহকারী প্ররিচালক সরদার শরীফুল ইসলাম।


এসময় আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সহকারী পরিচালক কে. এম.মাহাবুব কবির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, সদর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।

এতে বলা হয়, শব্দ দূষণ রোধে যানবহনে সরকার ঘোষিত হর্ণ ব্যবহার করতে হবে। অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকতে হবে। কর্মশালায় শতাধিক পরিবহন চালক ও শ্রমিক অংশ নেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৬ অক্টোবর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.