ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে সরকারী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সরকারী ভর্তুকি মূল্যে উপভোক্তাদের হাতে লক্ষ্মী পুজোর প্রাক মুহূর্তে সঠিক গুণমান সম্পন্ন রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,শারদোৎসবের প্রাক্কালে রাজ্যের সহজ-সরল জনগণকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছিল রাজ্যের উন্নয়নের বিরোধী, নেতিবাচক মানসিকতার একটি চক্র। বিভিন্নভাবে তারা জনগণকে বিভ্রান্ত করেছিল।তিনি সবাইকে আশ্বস্ত করে আজ আবারও বলেন, আগামী দীপাবলী উৎসবের আগে রাজ্যের প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে উপভোক্তারা তাদের সরকারী ভর্তুকি মূল্যে প্রাপ্য সরিষার তৈল হাতে পেয়ে যাবেন।আজকের এই আয়োজনে খাদ্য মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ_দেববর্মা, বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানের অধীন রেশনকার্ড হোল্ডার স্থানীয় উপভোক্তাগণ, সংশ্লিষ্ট ন্যায্য মূল্যের দোকানের ডিলারগণ ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭ অক্টোবর ২০২৩