আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণীর ছাত্র নিহতঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    রাজৈর (মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ

    মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি বাজিতপুর আগার ব্রীজের কাছে মোটর সাইকেল দূর্ঘটনায় পরিমল বালার ছেলে প্রান্ত বালা (১৬) মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যায়।

    স্থানীয় ও পুলিশের সূত্রে  জানা যায় প্রান্ত  মামা বাড়ী থেকে লেখাপড়া  করত ঘটনার দিন সোমবার  ২৩/১০/২০২৩,সকাল ১২ টার দিকে মোটর সাইকেল নিয়ে বের হয় চোরাশি আগার ব্রীজের কাছে এলে অজ্ঞাত এক ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। তার কোন চিকিৎসার ব্যবস্থা না করে তাকে শুইয়ে রেখে চলে যায়। স্থানীয় লোকজন প্রান্তকে দেখতে পেয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    প্রান্ত  নয়াচর পাখুল্লা গ্রামের পরিমল বালার ছেলে সে ছোট বেলা থেকেই মামা বাড়ী থেকে লেখাপড়া করিত। প্রান্ত এবার নবম শ্রেণির ছাত্র।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২৩ অক্টোবর ২০২৩

     

    3/related/default