Type Here to Get Search Results !

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারে মুইজুর কঠোর বার্তা ঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ 

মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নিতে কঠোর বার্তা দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজু।বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বুট চাই না। আমি মালদ্বীপের জনগণকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি প্রথম দিন থেকেই আমার প্রতিশ্রুতি পালন করে যাব।’
 
গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মুইজু। নির্বাচিত হওয়ার পর থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। আগামী নভেম্বর মাসের শেষ দিকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মুইজু।
 
তিনি জানান, তিনি তার বিজয়ের কয়েকদিন পরই ভারতীয় রাষ্ট্রদূতকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, মালদ্বীপে থাকা প্রত্যেকটি ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নিতে হবে।
 
দীর্ঘদিন ধরেই এ দ্বীপ রাষ্ট্রটিতে ভারতের প্রভাব রয়েছে। কিন্তু এখন চীনপন্থি মুইজুর এ আহ্বানে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে মুইজু যখন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, তখনই ভারতের জন্য এটিকে সতর্কতা হিসেবে দেখা হয়েছিল।
 
ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ পর্যবেক্ষণের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় অবস্থিত এ দ্বীপরাষ্ট্রকে পাশে রাখতে চায় ভারত। এজন্য দেশটিকে প্রায় ২.০ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা দিয়েছে নয়াদিল্লি। এখন যদি ভারতের সৈন্যদের চলে যেতে বাধ্য করা হয়, তবে তা হবে দিল্লির জন্য একটি বড় ধাক্কা।


ছবি ও তথ্যঃ সংগৃহীত


আরশিকথা দেশ-বিদেশ

২৩ অক্টোবর ২০২৩

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.