Type Here to Get Search Results !

খুমুলুঙে র‍্যালি সফল করার আহ্বান প্রদ্যোৎ কিশোরেরঃ আরশিকথা ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


এডিসি এলাকায় সম্প্রতি ১২ ঘণ্টার বন্ধের পর ত্রিপুরা মথার পরবর্তী কর্মসূচি ১৪ অক্টোবর খুমুলুঙের র‍্যালি সফল করা। শুক্রবার প্রদ্যোৎ কিশোর দেববর্মন এক অডিও বার্তা জারি করে এই মেগা ম্যাস র‍্যালি সফল করার আহ্বান জানান। দলের সকল এমডিসি, বিধায়ক, সিডব্লিউসি, অ্যাডভাইসরি কমিটির সকল সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনগুলির নেতৃত্ব এমনকি প্রত্যেক মথা নেতৃত্বদের র‍্যালি সফল করার জন্য দায়িত্ব নিতে বলেন। সমাবেশে যেন অন্তত ৩০ হাজার লোক সমাগম হয় সেই আহ্বান জানান তিনি। সমাবেশ সফল করার জন্য শীঘ্রই মথা নেতৃত্বদে্র বৈঠক করার জন্য বলেন।গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেই এই র‍্যালি।প্রদ্যোৎ বলেন,  কাঞ্চনপুর থেকে সাব্রুম পর্যন্ত সব জায়গা থেকে যেন তিপরাসারা খুমুলুঙের সমাবেশে আসেন। সমাবেশ সফল করার জন্য দলের সব অংশের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান প্রদ্যোৎ কিশোর দেববর্মন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৬ই অক্টোবর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.