আগরতলার মধ্য বড়দোয়ালিস্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবছর ৪৫ তম শারদ উৎসবের আয়োজন করেছে। মহাষষ্ঠীর সন্ধ্যায় কাঠিয়া বাবা আশ্রমের মোহন্ত সদানন্দ দাস কাঠিয়া বাবা মণ্ডপের উদ্বোধন করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রাক্তন আইজিপি বিকে রায় বিশিষ্ট সমাজসেবক পদ্মনাভ সাহা ডাঃ দেবাশীষ রায়, সংস্থার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডাঃ অজয় কৃষ্ণ সাহা, সংস্থার সভাপতি কিশোর মজুমদার, সম্পাদক দেবদাস বক্সী, পূজা কমিটির সভাপতি শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। কচিকাচাদের সংস্কৃত শ্লোক ( দুর্গা স্তোত্র ) এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিকে শিশুরা একটি উদ্বোধনী সংগীতও পরিবেশন করে। নব অঙ্গীকার এর পক্ষ থেকে এদিন আগরতলার বিশিষ্ট সাংবাদিকদের বিশেষ করে যারা মাঠে-ঘাটে দৌড়ে খবর সংগ্রহ করেন তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংস্থার এই উদ্যোগের প্রশংসা করেন সদানন্দ দাস কাঠিয়া বাবা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এদিন সন্ধ্যায় ষষ্ঠী পুজোর সময় ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। বিশেষ করে এলাকার মহিলারা বেশ উৎসাহের সঙ্গে অংশ নেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২০ অক্টোবর ২০২৩