সদর জেলা কংগ্রেসের বৈঠকে জনস্বার্থে আন্দোলনের সিদ্ধান্ত। রাজ্যে কংগ্রেসকে চাঙ্গা করতে মরিয়া প্রয়াস চালিয়েছেন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা। বিভিন্ন শাখা সংগঠন গুলির বৈঠকের পর বুধবার তিনি সদর জেলা কংগ্রেসের বৈঠক ডাকেন।
কংগ্রেস ভবনে আয়োজিত বৈঠকে পিসিসি সভাপতি ছাড়াও ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় মহিলা কংগ্রেসের প্রদেশ সমান এর নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। সভায় কংগ্রেসের সদর জেলা কমিটির কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সাংগঠনিক বিষয় ছাড়াও আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয় বৈঠকে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, পুর নিগমের সম্পদ কর বৃদ্ধি, হকার উচ্ছেদ এই সমস্ত জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত হয়।পিসিসির সভাপতি আশীষ কুমার সাহা জানান আগামী ৭ অক্টোবর পুরো নিগমের কার্যালয়ে অভিযান চালাবে সদর জেলা কংগ্রেস সমর্থকরা। ব্যাপক সংখ্যায় কংগ্রেস কর্মীরা অংশ নেবেন বলে জানান তিনি।