মঙ্গলবার জিবি বাজার থেকে ৭৯ টিলা পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা কিংবা সরকারি জায়গায় গড়ে ওঠা দোকানপাট গুলি ভেঙে দেয় আগরতলা পুরো নিগম।
বুধবারই সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র দীপক মজুমদার। কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আলোচনা করেন এবং বিকল্প ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন মেয়র।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্জি জানান শীঘ্রই যেন তাদের জন্য ব্যবস্থা করা হয়। এ ধরনের অভিযানের ফলে পুজোর মুখে আর্থিকভাবে ক্ষতির শিকার হন বলে আক্ষেপ করেন তারা।তবে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেও কেউ যেন অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেই বার্তা দেন মেয়র।তিনি সার্বিক ভাবে এলাকার ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা সেপ্টেম্বর ২০২৩