রামনগর ৫ ও ৬ নং রোড এলাকার মুক্তি সংঘ পলিথিনের ক্যারিব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করে বুধবার। ক্লাবের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর তথা মেয়র দীপক মজুমদার। এ বছর মুক্তি সংঘের পূজোর দায়িত্বে রয়েছেন মহিলারা।
তারাই মূলত ক্যারিব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে এদিন সকালে এক অনুষ্ঠান করেন। বিভিন্ন দোকানে ও পথ চলতি মানুষের হাতে পলিব্যাগের বিকল্প হিসেবে প্রকৃতিবান্ধব ব্যাগ তুলে দেন। মেয়র দীপক মজুমদার ক্লাবের এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন। তিনিও সবাইকে পলিব্যাগ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। ক্লাব এলাকায় মহিলারা এদিন বেশ উৎসাহের সঙ্গেই এই কর্মসূচিতে অংশ নেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই অক্টোবর ২০২৩