বনমালীপুর এলাকায় দিঘির পাড়ে বিজয়ী সংঘের এবারের থিম "বৈচিত্র্যের মধ্যে ঐক্য"। পূজার দিনগুলিতে বিভিন্ন সামাজিক কাজের উদ্যোগও নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বরাবর বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসলেও এবারের পুজোয় কিছু ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। বৃদ্ধাশ্রম অবলম্বনের আবাসিকরা পুজো মন্ডপের উদ্বোধন করবেন। মহাষষ্ঠীর দিন সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র দান করা হবে। শ্রী অরবিন্দ শ্রীমা সেবা আশ্রমের শিশু আবাসিকদের মধ্যেও বস্ত্র বিতরণ করবে ক্লাব কর্তৃপক্ষ। তাছাড়া দশমীতে রিক্সা শ্রমিকদের মধ্যে কাঁচা মাংস এবং আলু পেঁয়াজ বিতরণ করা হবে। এবছর ক্লাবের বাজেট 6 লক্ষ টাকা।
বিজয় সংঘের আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের নিজস্ব থিম সং রয়েছে এবছর। গানটি লিখেছেন মৃদুল মজুমদার, কন্ঠে অমর ঘোষ ও পুষ্পিতা চক্রবর্তী।এনারা প্রত্যেকেই রাজ্যের খ্যাতনামা শিল্পী। বুধবার বিজয় সংঘের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে ছিলেন পূজা কমিটির সভাপতি অতনু বণিক, শিল্পী তথা ক্লাবেরই সদস্য পুষ্পিতা চক্রবর্তী, মৃদুল মজুমদার সহ অন্যান্য কার্যকর্তারা। এ বছর বিজয় সংঘের মন্ডপ তৈরি করছেন মৃৎশিল্পী সুবল পাল। ক্লাবের বাজেট 6 লক্ষ টাকা। অন্যান্য বারের মতো এই বছরের সংঘের পূজা মন্ডপে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।ক্লাবের উদ্যোগে বনমালীপুর দিঘিতে নৌকা বিহারেরও বন্দোবস্ত থাকছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই অক্টোবর ২০২৩