শুরু হলো ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব।পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে মেলাঘর রাজঘাটে শুরু হল তিনদিনব্যাপী নীরমহল জল উৎসব।পর্যটন মন্ত্রী বলেন,কিছু দিনের মধ্যেই পুনরায় নীরমহলে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম চালু করা হবে।
তিনি এও বলেন, আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন বিধায়ক কিশোর বর্মন, রাজ্য পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, সিপাহীজলার জেলাশাসক বিশাল কুমার, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলাঘর পুর- পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়।তিন দিনব্যাপী মেলায় রয়েছে মনসামঙ্গল প্রতিযোগিতা।
শেষ দিনে রুদ্রসাগরের জলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং সাঁতার প্রতিযোগিতা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার।