আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজও ভারী বৃষ্টির সতর্কতা জারিঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শুক্রবার দিনভর বৃষ্টির পর শনিবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রাজ্যের সব কটি জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম, খোয়া্‌ই, উত্তর ও ঊনকোটি জেলায়। শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাত হয়েছে ২৬.০ মিলিমিটার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারিত হয় যথাক্রমে ২৭.৯ ডিগ্রি ও ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৮% সর্বনিম্ন ৮৬ শতাংশ। শুক্রবার দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে পুজোর বাজারে। মানুষ পুজোর কেনাকাটায় বের হতে পারেননি। তবে থেমে থেমে বৃষ্টিপাতের দরুন শহরে জল জমা হয়নি।কিন্তু মানুষ পুজোর কেনাকাটায় বের হতে না পারায় ব্যবসায়ীরা কিছুটা ম্লান মুখে ছিলেন। নিত্যদিনের হাটবাজারেও মানুষ বের হতে পারেননি। যারাই বিশেষ কাজে বাড়ি থেকে বের হয়েছেন বৃষ্টির দরুন দুর্ভোগের শিকার হন। সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রী সহ দিনমজুর ও খেটে খাওয়া লোকেদের।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৬ই অক্টোবর ২০২৩
     

    3/related/default