মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ
ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে নির্বাচন করতে চান নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া। এজন্য তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
তিনি বলেন, চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমার পরিবারের ওপরে অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে, অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
তিনি জন্মলগ্ন থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে মৃত্যু অবধি আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হননি। আমি জন্ম সূত্রে আওয়ামী লীগ করি। আমি বিশ্বাস করি, নেত্রী আমাকে মূল্যায়ন করবেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৯নভেম্বের ২০২৩