আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কচুয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সমন্বয় সভাঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট,আরশিকথাঃ 

    বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।কচুয়া উপজেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন।

    অনুষ্ঠানে বক্তৃতা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মেহেদী মান্না,জেলা সমন্বয়কারী ও ডেপুটি ম্যানেজার সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি ব্র্যাক এর মোঃ ইসমাইল হোসেন,এসোসিয়েট অফিসার রেখা বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

    অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে আইনী সহায়তা বিষয়ে কিশোর- কিশোরীদের পিতা-মাতাদের নিয়ে অভিভাবক সভা,কমেউনিটি ওয়াচ গ্রুপ সভা, ইউনিয়ন সমন্বয় কমিটির সভা সহ বিভিন্ন কার্যবিবরণী তুলে ধরা হয় এবং আগামীতে কচুয়া উপজেলাকে বাল্য বিয়ে মুক্তি রাখতে নানা মুখী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ২০শে নভেম্বর ২০২৩


     

    3/related/default