মোঃ শাহ্ জালাল, ফরিদপু্র, আরশিকথাঃ
অবরোধের প্রতিবাদে সংসদ সদস্য লাবু চৌধুরী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে ফরিদপুরের নগরকান্দায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। অবরোধের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানান লাবু চৌধুরী।
সোমবার ৬ নভেম্বর দুপুরে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সালথা উপজেলায় জেয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত এক বক্তব্যতে সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।
ফরিদপুরে অবরোধের প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বিএনপি-জামায়াত দেশকে আগের স্থানে নেওয়ার চেষ্টা করছে।তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমার এলাকায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২রা নভেম্বর ২০২৩