মোঃশাহ্ জালাল, ফরিদপু্র, আরশিকথাঃ
বিএনপি - জামায়াত- শিবিরের ডাকা দেশব্যাপী হরতালের প্রতিবাদে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান এর নেতৃত্বে নগরকান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল করেন।
১ নভেম্বর বুধবার বিকালে গাড়ি বহর করে শত শত মৎস্যজীবী লীগের নেতাকর্মী নিয়ে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন, চরযশোরদী ইউনিয়ন, কাইচাইল ইউনিয়ন, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন, নগরকান্দা পৌরসভার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। হরতাল মানিনা - মানবনা,বিএনপি - জামায়াত - শিবির ধর ইত্যাদি বলে শ্লোগান করে আব্দুস সোবহান এর সমর্থকরা।
এসময় ফরিদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রিয়া- রাথিন গ্রুপের চেয়ারম্যান মানবতার ফেরীয়ালা ক্ষেত কাজী আব্দুস সোবহান বলেন বিএনপি - জামায়াত- শিবির এর ডাকা হরতাল মানিনা মানবনা,তাদের নৈরাজ্যের প্রতিবাদে জেলা মৎস্যজীবী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপির নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি আমদের জেলা মৎস্যজীবী লীগের কর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে। দেশ উন্নয়নে নৌকার বিকল্প কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১লা নভেম্বর ২০২৩