মোঃ শাহ্ জালাল, ফরিদপু্র, আরশিকথাঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ ( নগরকান্দা -সালথা) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু এবং স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া।
বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নি অফিসার ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু। এ সময় তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী বকুল,নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া সহ নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় সহকারী রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া।
এ সময় তার সাথে ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন চৌধুরী,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান মোল্লা, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, নগরকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া সহ নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৩০ নভেম্বর ২০২৩