অগ্রাহায়নের মাঝামাঝি। এখনো শীতের অনুভূতি মেলেনা। গত কদিন ধরেই দিনে প্রখর রোদ। বুধবার অবশ্য আকাশে মেঘের হালকা আনাগোনা লক্ষ্য করা যায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ নির্ধারিত হয় সর্বাধিক ৯৮ শতাংশ সর্বনিম্ন ৪৭ শতাংশ। দিনে উষ্ণতা রাতে কিছুটা ঠান্ডা। এমন আবহাওয়ায় রোগ ব্যাধির প্রকোপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৯ নভেম্বর ২০২৩