Type Here to Get Search Results !

ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযানঃ আরশিকথা বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি,ঢাকা,আরশিকথাঃ 

ফরিদপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর । শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় মেসার্স ফরিদপুর বাণিজ্যালয়কে পাঁচ হাজার এবং মেসার্স আল মদিনা ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১১০-১২০ টাকা, পুরাতন হালি পেঁয়াজ প্রতি কেজি ১৫০-১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০-১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।


তথ্য ও ছবিঃ সংগৃহীত


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৯ই ডিসেম্বর ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.