উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
বাগেরহাট এর কচুয়ায় "শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা" এবং "নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ২০২৩ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর ২০২৩) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সকাল ১১ টায় কচুয়া উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন।
অনুষ্ঠান শেষে কচুয়া উপজেলায় ২০২৩ সালে নির্বাচিত ০৫ জন জয়িতার মাঝে ফুল ও সম্মাননা স্মারক এবং উপহার তুলে দেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৯ই ডিসেম্বর ২০২৩