লোক সংস্কৃতির জগতে নক্ষত্র পতন।লোক সঙ্গীতের আলোকবর্তিকা প্রয়াত হয়েছেন। কৈলাশহরের নিজ বাড়িতে লোকসংগীত শিল্পী থাঙ্গা ডার্লং শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ১০৪ বছর, তিনি ছিলেন ঐতিহ্যবাহী যন্ত্র রোসেম বাদক। তিনি পদ্মশ্রী- ২০১৯ ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন। তিনি সংগীত নাটক একাডেমী (২০১৪) পুরস্কার প্রাপক, শিল্পী গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের ২০২৪ সংস্করণে ৯৮ বছর ৩১৯ দিনে সবচেয়ে বয়স্ক পেশাদার পুরুষ লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন। শিল্পীর প্রয়াণে সারা রাজ্যের শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।আরশিকথার পক্ষ থেকেও প্রয়াত শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে ও প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩রা নভেম্বর ২০২৩