Type Here to Get Search Results !

আরব আমিরাতে মোবাইল ব্যবসায় বাংলাদেশিদের আধিপত্যঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ব্যবসায় বাড়ছে বাংলাদেশিদের আধিপত্য, যা রেমিট্যান্সেও রাখছে বড় ভূমিকা। মোবাইলসহ বিভিন্ন পণ্য বাজারজাতকরণে বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর এখন অনেকটাই নির্ভরশীল প্রযুক্তি কোম্পানিগুলো। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় এই খাতে দেখা দিয়েছে কর্মী সংকট।

দুবাই, সারজা, আজমানসহ সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব শহরেই মোবাইলসহ প্রযুক্তি ব্যবসায় এখন বাংলাদেশিদের আধিপত্য। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অন্যান্য ব্যবসার তুলনায় ইলেকট্রনিক্স ব্যবসায় বলতে গেলে সবচেয়ে এগিয়ে প্রবাসীরা।
 
বাঙালি অধ্যুষিত এলাকার বিভিন্ন মার্কেটে চলছে রমরমা ব্যবসা। অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি যা রেমিট্যান্সেও রাখছে বড় ধরনের ভূমিকা। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় লোকবলের অভাবে এই খাতে দেখা দিয়েছে কিছুটা স্থবিরতা। এছাড়া, ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় কাজ জানা থাকা সত্ত্বেও কোম্পানি পরিবর্তন বা এই কাজে আসতে পারছেন না প্রবাসীরা।


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

৪ ডিসেম্বর ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.