এবার নিয়ে পঞ্চম বারের মতো শিশু উৎসব ও রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে রাজধানীর ভট্টপুকুর স্থিত আপনজন ক্লাব। আগামী ২৪ ডিসেম্বর হবে রক্তদান শিবির।তারপর ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হবে। ৩১ ডিসেম্বর হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শুক্রবার ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ক্লাবের কোষাধ্যক্ষ পল্লব দে। শিশু উৎসবে বসে আঁকো, সঙ্গীত,একাঙ্ক নাটক, যেমন খুশি সাজো, আবৃত্তি ও যন্ত্রানুসঙ্গীত বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহ করে জমা দেওয়া যাবে। এদিকে রক্তদান শিবিরে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার ও কর্পোরেটর অভিজিৎ মল্লিককে আমন্ত্রণ জানানো হয়েছে।এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন ক্লাব সম্পাদক দীপক পাল, স্পোর্টস কমিটির সভাপতি পল্টু সাহা সহ অন্যান্যরা।উদ্যোক্তাদের তরফে অনুষ্ঠান সর্বোতভাবে সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৫ই ডিসেম্বর ২০২৩