বিলোনীয়া থানাধীন সাতমুরা এস সি কলোনি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই সন্তানের জননীর।ঘটনার বিবরণে জানা যায় সুব্রত দের স্ত্রী প্রিয়াংকা দাস দে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। প্রিয়ঙ্কার বয়স আনুমানিক ২৪ বছর সুব্রত দে পেশায় গাড়ি চালক। সুব্রত জানায় গতকাল রাতে গাড়ি চালিয়ে সে যখন বাড়ি আসে তখন দেখতে পায় মোটরের লাইন এর সাথে স্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে প্রিয়ঙ্কা।
সুব্রতের বাড়িতে সুব্রত এবং তার স্ত্রী ও তার দিব্যংগ দুইটি সন্তান থাকে। সন্তানের বয়স আট এবং পনেরো বছর। যেহেতু দিব্বাঙ্গরা কোন প্রকারে তার মাকে বিদ্যুৎ সৃষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারেনি তাই মটারে বিদুৎ সংযোগ করতে গিয়েই মৃত্যু হয় বলে অনুমান করা যায়। সুব্রত বাড়ি ফিরে তার স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পেয়ে খবর দে অগ্নি নির্বাপক দপ্তরে । দপ্তর থেকে দ্রুত উদ্ধারকার্যে নেমে পড়ে এবং প্রিয়ঙ্কাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত বলে ঘোষণা করে। থানা একটি মামলা নিয়ে তদন্তের কাজ শুরু করেছে।তথ্য ও ছবিঃ তন্ময় বণিক
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৫ই ডিসেম্বর ২০২৩