Type Here to Get Search Results !

প্রবাসীদের স্বাক্ষর নেয়াতে মনোনয়ন বাতিল কৃষক লীগ নেতারঃ আরশিকথা বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আরশিকথাঃ

মনোনয়নপত্রে তিন প্রবাসীর স্বাক্ষর থাকায় রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নুরে আলম সিদ্দিকী হক কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য। তার বাড়ি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সমর্থন সূচক তালিকা থেকে ১০জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে নুরে আলম সিদ্দিকী হকের চারজন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি। তার মধ্যে দুইজন মালয়েশিয়ায় ও একজন সৌদি আরব অবস্থান করায় তাদের পরিবার জানায় তারা প্রার্থিতার পক্ষে স্বাক্ষর বা টিপসই দেননি। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, সম্পূর্ণ অবৈধভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যে অভিযোগ এনে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা সঠিক নয়। তারা সকলেই স্বাক্ষর দিয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করব।


তথ্য ও ছবিঃ সংগৃহীত


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৪ ডিসেম্বর ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.