Type Here to Get Search Results !

১২ কোটি টাকায় বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার পোশাকঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

সাবেক ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার একটি পোশাক প্রত্যাশার চেয়ে ১১ গুণ বেশিতে বিক্রি হয়েছে। কালো রঙের মখমলের তৈরি সান্ধ্য পোশাকটি হলিউডের জুলিয়ানস অকশনসে ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলারে বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরিহিত সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড গড়েছে এই ব্যালেরিনা গাউন। জমকালো পোশাকটি এক লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

প্রিন্সেস ডায়ানার পোশাকটি বেলারিনা স্টাইলের মখমলের তৈরি কালো ও নীল রঙের। কালো রঙের মখমলের জামার মধ্যে সুতার কাজ করা তারার ডিজাইন আছে। আর নীল রঙের স্কার্টের সামনের দিকে একপাশে রয়েছে একটি ফিতাসহ বো। এ পোশাকটি জ্যাক আজাগুরি ফ্যাশন ডিজাইনারের তৈরি।
 
প্রিন্সেস ডায়ানা ১৯৮৫ সালে প্রথম এ পোশাকটি ইতালির ফ্লোরেন্স শহরে প্রিন্স চার্লসের সঙ্গে একটি রাজকীয় অনুষ্ঠানে পরিধান করেছিলেন। এরপর কানাডার ভ্যানকুভারেও তিনি এ একই পোশাকে ছবি তুলতে গিয়েছিলেন বলে জানিয়েছেন জুলিয়ানস অকশন কোম্পানি।


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

২৪শে ডিসেম্বর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.