আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গাজায় দুইদিনে ১৩ ইসরাইলি সেনা নিহতঃ আরশিকথা দেশ-বিদেশ

    আরশি কথা

    আরশিকথা নিউজ ডেস্কঃ

    গাজায় ইসরাইলের আরও ১৩ জন সেনা নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও গত দুইদিনে এসব সেনা হারিয়েছে ইসরাইল। এর মধ্যদিয়ে ইসরাইলের তথ্য মতে গাজায় তাদের ৪৮৫ জন সেনা নিহত হয়েছে।

    ১৩ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে শুক্রবার (২২ ডিসেম্বর) পাঁচজন ও গতকাল শনিবার (২৩ ডিসম্বর) আটজন সেনা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নানামুখী হামলায় নিহত হয়েছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছে, এই সংখ্যা আরও অনেক বেশি।

    যদিও ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, উত্তর গাজা তাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এখানে প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা। একইসঙ্গে ওই এলাকা থেকে ইসরাইলের দিকে রকেট ছোঁড়া হচ্ছে। যা ইঙ্গিত করে যে অঞ্চলটি তেল আবিবের নিয়ন্ত্রণ নেই।

    গত ৭৮ দিনে ২০ হাজার ২৫৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ৭০ শতাংশই নারী ও শিশু। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৮ হাজার ফিলিস্তিনি। ৫২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ২৩ লাখ অধিবাসীর ১৯ লাখই এখন উদ্বাস্তু বা শরণার্থী। ক্ষুধায় ধুকছে ৬ লাখ মানুষ।

    তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    আরশিকথা দেশ-বিদেশ

    ২৪শে ডিসেম্বর ২০২৩
     

    3/related/default