আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী শিক্ষাবর্ষ থেকে অবৈধ এমফিল ডিগ্রিঃ আরশিকথা দেশ-বিদেশ

    আরশি কথা

    আরশিকথা ডেস্কঃ


    আর বৈধ নয় এমফিল ডিগ্রি l আগামী শিক্ষাবর্ষ থেকে এমফিল ডিগ্রির বৈধতা বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। আগামী শিক্ষাবর্ষ থেকে আর বৈধ থাকবে না এমফিল ডিগ্রি। জানিয়ে দিল ইউজিসি। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল, আগামী শিক্ষাবর্ষ থেকে আর যেন এই পাঠক্রমে পড়ুয়াদের ভর্তি না করে কোনও বিশ্ববিদ্যালয়।স্নাতকোত্তরের পর অনেক পড়ুয়া এমফিল ডিগ্রি নেন। কিছু দিন আগেই ইউজিসি জানিয়েছে নতুন শিক্ষানীতি অনুযায়ী এমফিলের আর কোনও বৈধতা থাকবে না। কিন্তু তারপর দেখা যায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় এমফিল ডিগ্রির জন্য পড়ুয়াদের ভর্তি করছিল। পড়ুয়ারাও ফর্ম ফিল-আপ করছিল। সেটা এবার পাকাপাকি ভাবে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল ইউজিসি।


    তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৭শে ডিসেম্বর ২০২৩

     

    3/related/default