ঝালকাঠি–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর (অব.) শাহজাহান ওমরের প্রার্থিতার বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এর ফলে তাঁর প্রার্থিতার বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল থাকল বলে জানিয়েছেন ইসির আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।
চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তাঁর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান। এতে শাহজাহান ওমরের বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন ওই আপিল নামঞ্জুর করে রায় দেন।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নাসরিন খানম নামের ওখানকার এক ভোটার ওই রিট করেন। রিটে শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়।
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৭শে ডিসেম্বর ২০২৩