দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দুই নেতার ফোনালাপে ভুটানের রাজা এ অভিনন্দন জানান।ফোনালাপে উভয় নেতা দুদেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরে এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে আমি অভিনন্দন জানিয়েছি।’
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৮ই জানুয়ারি ২০২৪