Type Here to Get Search Results !

মন্ত্রিসভায় প্রথম আসছেন ১৪ জনঃ আরশিকথা বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আরশিকথাঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে ১১জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকবেন। বুধবার (১০ জানুয়ারী) রাতে তাঁদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী প্রথমবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। অবশ্য তাঁদের কেউ কেউ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা বৃহস্পতিবার শপথের পর জানা যাবে।বৃহস্পতিবার  সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার থাকছেন ৩৭ জন।

জানা গেছে, প্রথমবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সাতজন। তাঁরা হলেন মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুর রহমান, আবদুস সালাম, মো. জিল্লুল হাকিম, নাজমুল হাসান ও সামন্ত লাল সেন। আর প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।


তথ্য ও ছবিঃ সংগৃহীত


আরশিকথা বাংলাদেশ সংবাদ
১০ই জানুয়ারি ২০২৪

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.