আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বৃদ্ধাশ্রম ।। কবিতা ।। কল্যাণী ভট্টাচার্য ।। আগরতলা

    আরশি কথা

    ।। বৃদ্ধাশ্রম ।।


    মায়ের আশা ঘুচবে দুঃখ

    সন্তান বড় হলে। 

    সেই ভাষাতেই মা যে আমার

    ভাসে নয়ন জলে। 

    মায়ের স্নেহের পরশে

    সন্তান বড় হয় আপন মনে। 

    কিন্তু বড় হয়ে ভুলে যায়

    সন্তান সেই দিন সনে। 

    বড় হয়ে সন্তান ব্যস্ত

    নিজের সংসার নিয়ে। 

    তাইতো মাকে থাকতে হয়

    বৃদ্ধাশ্রমে গিয়ে।। 

    বৃদ্ধাশ্রমে গিয়ে ও মা

    সন্তানের দোয়া করে। 

    কখনো মোর সন্তান যেন 

    বিপদে না পড়ে।


    - কল্যাণী ভট্টাচার্য, আগরতলা

    ১০ই জানুয়ারি ২০২৪

     

    3/related/default