যাত্রাপথকে আরো সহজ করে দিয়ে চালু হয়ে গেলো কলকাতা ও অযোধ্যা বিমান পরিষেবা। বুধবার অযোধ্যা থেকে প্রথম বিমান উড়ে এল কলকাতায়।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই রামের শহর আর পশ্চিম বাংলার এই মেলবন্ধন শুরু হলো ।আগামী ২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধন হবে। তার আগেই অযোধ্যার ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর’ থেকে দেশের বিভিন্ন শহরের বিমান পরিষেবা শুরু করেছে কেন্দ্র। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, গোয়া থেকে অযোধ্যার পরিষেবা শুরু হচ্ছে। এর মধ্যে বুধবার কলকাতা এবং বেঙ্গালুরুর সরাসরি বিমান পরিষেবা শুরু হল।পশ্চিম বাংলায় যে বিমানটি অযোধ্যা থেকে উড়ে এল। তার সঙ্গে কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও জড়িয়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । অযোধ্যা থেকে কলকাতাগামী প্রথম বিমানের প্রথম বোর্ডিং পাসটিই তুলে দেওয়া হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে। এদিন দিল্লি থেকে সবুজ পতাকা নেড়ে বেঙ্গালুরু-অযোধ্যা বিমানের সূচনা করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পূর্বে এর আগে অযোধ্যায় যেতে লাগতো প্রায় দেড়দিন।তখন মূলত দুটি ট্রেন চলাচল করতো। এখন দেড় ঘণ্টায় পৌঁছানো যাবে অযোধ্যা ধামে।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৭ই জানুয়ারি ২০২৪