আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বহুদিনের স্বপ্নপূরণ ।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে হলো দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধনঃ আরশিকথা দেশ-বিদেশ

    আরশি কথা

    গোপা ঘোষ, আরশিকথাঃ


    আগাম সূচি অনুযায়ী শুক্রবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মুম্বইয়ের সঙ্গে নবি মুম্বইয়ের সংযোগকারী অটল সেতুর উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারষ্ট্রের  রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ২১.৮ কিলোমিটার লম্বা এই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে বলে জানা গেছে। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সমুদ্রসেতু। এই সেতুর ফলে ২ ঘণ্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ২০ মিনিটে।এমটিএইচএল অর্থাৎ মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের অন‌্য নাম সেওরি-নাভা শিভা সি লিঙ্ক।

    শুক্রবার এই সেতুর উদ্বোধন করেন মোদি। হাজির ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। জানা গিয়েছে, ১৭৭৯০৩ মেট্রিক টন লোহা ব্যবহার করে তৈরি হয়েছে এই সেতু। আইফেল টাওয়ারের চেয়ে ১৭ গুণ বেশি ওজনের লোহা ব্যবহার হয়েছে সেতুটি বানাতে।
    প্রসঙ্গত, ২০১৮ সালে এই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। এখনও সেতুতে চলাচলের জ‌ন‌্য টোল রেট চূড়ান্ত হয়নি ঠিকই, তবে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট অথরিটি আধিকারিকরা জানিয়েছেন–টোল রেট হতে পারে যাত্রীবাহী গাড়িগুলির জন‌্য ২৫০ থেকে ৩০০ টাকা। আর মালবাহী গাড়ির ক্ষেত্রে আরও বেশি। মনে করা হচ্ছে, এই লিঙ্ক দিয়ে রোজ অন্তত ৭০,০০০ যান চলাচল করতে পারবে।


    আরশিকথা দেশ-বিদেশ


    ছবিঃ সংগৃহীত

    ১২ই জানুয়ারি ২০২৪

     

    3/related/default