আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রাক্তন কাউন্সিলার বামপন্থী নেতা নিশীথ দাসের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকারঃ প্রতিমা ভৌমিক

    আরশি কথা

    অরূপ চক্রবর্তী, আগরতলা, আরশিকথাঃ


    দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন কাউন্সিলার বামপন্থী নেতা নিশীথ দাস। আদর্শবান কমিউনিস্ট এবং সদা হাস্যময় এই প্রানময় মানুষটিকে দেখতে শুক্রবার  আই জি এম হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রি প্রতিমা ভৌমিক।তার সঙ্গে ছিলেন কাউন্সিলর বাবুল ভট্টাচার্য। নিশীথ দাসের অসুস্থতা এবং চিকিৎসা নিয়ে প্রতিমা ভৌমিক জানান দলের কাউন্সিলর বাবুল ভট্টাচার্যের কাছ থেকে খবর পেয়েই নিশীথ দাসের  আধুনিক চিকিৎসার জন্য সর্ব রকম উদ্যোগ গ্রহন করেছে রাজ্য সরকার ।তার দেখভাল করার জন্য দুজন স্পেশাল নার্স রাখা হয়েছে এবং চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিমা ভৌমিক জানান । তিনি বলেন  নিশীথ দাসের উন্নত চিকিৎসার জন্য আই সি ইউ তে নেবার জন্য বলেছেন ডাক্তাররা ।

    রাজ্য সরকার  আই সি ইউর ভাড়া মুকুব করে দিয়েছে এবং দরকার হলেই ডাক্তারি  পরামর্শ মত নিশীথ দাস কে আই সি ইউ তে নেওয়া হবে বলে প্রতিমা ভৌমিক জানান।নিশীথ দাস এর  চিকিৎসার প্রসঙ্গে সি পি এম নেতাদের নিরবতার  এবং নিষ্ক্রিয় ভুমিকার উল্লেখ করে তাদের তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রি । নিশীথ দাস কে একজন সর্বজন  শ্রদ্ধেয় নেতা হিসাবে উল্লেখ করেন প্রতিমা ভৌমিক, জানান তার চিকিৎসার জন্য সমস্ত উদ্যোগ গ্রহন করা হয়েছে।নিশীথ দাস এর সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমা ভৌমিক ।উল্লেখ্য সাদা পাজামা পাঞ্জাবি পড়া সদা হাস্যময় নিশীথ দাস সারা জীবনই মানুষের জন্য কথা বলে গেছেন ।অকৃতদার এই আদর্শ বামপন্থী নেতা ১২ নং ওয়ার্ডের ফরোয়ার্ড ব্লকের কাউন্সিলার ছিলেন।আগের প্রজন্মের আদর্শ বাম নেতাদের মধ্যে অন্যতম ভাবে সবার প্রিয় এই সহজ সরল মানুষ নিশীথ দাস ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১২ই জানুয়ারি ২০২৪
     

    3/related/default