আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশ ফরিদপুরে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিতঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    প্রসেনজিৎ বিশ্বাস,ফরিদপুর, আরশিকথাঃ


    ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্মেলন কক্ষে রুমে শুক্রবার( ২ ফেব্রুয়ারি) সকালে শ্রীমৎ স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মতিথি পূজা  উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়।


    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সুরবরানন্দ।এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (এ.কে আজাদ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়মা আজাদ শাম্মী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড্য.সুবল সাহা, চাঁদপুরের মেরিন একাডেমির প্রকৌশলী সৌরদীপ খাস্তগীর ,বিদেশী অতিথি লুনা রহমান, সহ সম্পাদক স্বামী সুমধুরানন্দ সহ অন্যান্য প্রমূখ।
    অনুষ্ঠানটিতে ছিল শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জীবন ও বানী ,বৈদিক মন্ত্র ও স্তবগান  পূজা, পুষ্পাঞ্জলি জপ, ধ্যান ও  ভজন সঙ্গীত।এ সময় বক্তারা বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রম একটি অনাথ শিশুদের নিয়ে গড়ে ওঠা তাই বিদেশীদের এই আশ্রমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ
    ২রা ফেব্রুয়ারি ২০২৪

     

    3/related/default