চিকিৎসকরা বলছেন, এসময় একেবারেই কফি খাওয়া যাবে না। কারণ কফির মধ্যে থাকা ক্যাফেইন অনাগত সন্তানের ক্ষতি করতে পারে। এমনিতেই খুব বেশি ক্যাফেইন শরীরের জন্য ভালো নয়। তার ওপর গর্ভবতী নারীদের আরও একটু সাবধান থাকতে হয়।
বিশেষজ্ঞরা আরও বলেন, গর্ভাবস্থায় কফি খেলে গর্ভপাত হয়ে যেতে পারে। এছাড়া সন্তানের ওজন কম থাকা, সন্তানের অতিরিক্ত ওজন, শিশুকালীন লিউকোমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কফি এবং ক্যাফেইন সমৃদ্ধ সব রকম পানীয় গর্ভবতী নারীর এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরশিকথা স্বাস্থ্য কথা
ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট
১৭ই মার্চ ২০২৪