গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন এর উদ্যোগে ২৬শে মার্চ মঙ্গলবার সহকারী হাই কমিশন দূতাবাস প্রাঙ্গণে ও রাজধানীর হোটেল পোলো টাওয়ার্সে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১০ টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে l এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। পাশাপাশি জাতির পিতা, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হবে। সকাল ১০:১৫ মিনিটে জাতির পিতা, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের আত্মার সদগতি কামনায় এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এরপর এই মহান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হবে। এদিন সন্ধ্যায় হোটেল পোলো টাওয়ার্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সহকারী হাইকমিশন কর্তৃপক্ষ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে মার্চ ২০২৪