৩১ শে মার্চ, রবিবার স্পন্দন সমাজিক সংস্থা ও প্রজাপিতা ব্রহ্মকুমারী আড়ালিয়া সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত হল এক স্বাস্থ্য সচেতনতা শিবির। আলোচনার বিষয় "হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন"।
অনুষ্ঠানের বিশেষ সহযোগী হিসাবে আরশিকথা নিউজ পোর্টাল এর পক্ষে প্রধান সম্পাদক শান্তনু শর্মা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে স্পন্দন সংস্থার সম্পাদিকা ডঃ হৈমন্তী ভট্টাচার্য বলেন, এই সেমিনারের বিশেষ উদ্দেশ্য হলো, কীভাবে হৃদ্রোগ প্রতিরোধ করা সম্ভব এবং কিভাবে নিয়ন্ত্রিত জীবনধারা থাকলে স্বল্প চিকিৎসার মাধ্যমেও হৃদ্রোগ থেকে মুক্ত হওয়া যায়, এ ব্যাপারে সবাইকে সচেতন করা।
প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’—কথাটি হৃদ্রোগের বেলায় সব থেকে বেশি প্রযোজ্য।হৃদ্রোগ প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সঠিক জীবনধারা। এই স্বাস্থ্য শিবিরের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশবিদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ তথা হার্ট সার্জন ডাঃ অসীম কুমার দে।নিয়ন্ত্রিত জীবনধারা, পরিমিত খাদ্যাভাস এবং যোগাসন ও মেডিটেশন কিভাবে হৃদয়কে সুস্থ রাখতে পারে তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় সবাইকে বুঝিয়ে দেন।
এই স্বাস্থ্য শিবিরে প্রায় শতাধিক মহিলা পুরুষ উপস্থিত থেকে উপকৃত হয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা এপ্রিল ২০২৪