আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শেষ না হওয়া ।। কবিতা ।। আরণ্যক বসু ।। কোলকাতা

    আরশি কথা


     শেষ না হওয়া ...


    (ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকুন মায়ে 'মা, মা' বলে...

    অতুল প্রসাদ সেন)

    এক আঁচল রক্তে ভেজা মাটির কাছে দাঁড়িয়ে আছে

    এগারোটি চিরদিনের স্তদ্ধ মুখশ্রী;

    দশ জন পুরুষ, একজন নারী।

    তারা মাটি স্পর্শ করে দেখছে, ভাষা জননী বেদনায় কেঁদে উঠে সাড়া দেয় কিনা! 

    মৃত্যু অতীত, মৃত্যু বর্তমান, মৃত্যু ভবিষ্যৎ। 

    ভাষা আন্দোলন থেকে স্বাধিকারের মিছিল,

    টিকে থাকা তুচ্ছ করে বেঁচে উঠবার লড়াই, 

    ডালপালা ও আলোর অধিকার নিয়ে বারবার 

    ফিরে আসার মুঠো মুঠো উচ্ছ্বাস যেন!

    #

    যেন শেষ না হওয়া এক চলমান কাহিনি...

    #

    উদ্ভাসিত সকালের আলোয়, শহিদ স্তম্ভে 

    সাদা ফুলের হাসি ঘিরে, নতুন প্রজন্মের চোখের জল...

    #

    ও কান্নার দাগ, ও রক্তের স্মৃতি, তুমি জেগে থাকো, জাগিয়ে রাখ, ও ভালোবাসা, তুমি ভালো থাকো।

    #

     এক আঁচল রক্তে ভেজা মাটির কাছে দাঁড়িয়ে আছে 

    এগারোটি চিরকালের স্তদ্ধ মুখ। 

    একজন নারী, দশ জন পুরুষ।

    #

    আসুন, জেগে থাকি। জাগিয়ে রাখি।


    আরণ্যক বসু 

    ১৯শে মে, ২০২৪


    ("আরশিকথা" পত্রিকার ১৯ শে মে' সংখ্যার জন্য সংরক্ষিত)


    3/related/default