Type Here to Get Search Results !

১৬ মাস পর রাজস্থানে উদ্ধার হল অপহৃতা কিশোরী, গ্রেফতার অপহরণকারী অশোকঃ আরশিকথা ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


দীর্ঘ প্রায় নয় মাস পর রাজস্থান থেকে অপহৃত কিশোরী উদ্ধার। গ্রেপ্তার অপহরনকারী। ১৪দিনের জেল হাজত অপহরনকারীর। নয় মাস ধরে খোয়াইথানা এলাকার পশ্চিম সিঙ্গিছড়া গ্রামের ১৬ বছরের নিখোঁজ কিশোরী উদ্ধার করা সহ অপহরণকারী মহিলা থানার পুলিশের জালে। গত ১১ মে  শনিবার সকাল সাড়ে দশটায় রাজস্থানের জয়পুর শহর থেকে নিখোঁজ-কিশোরী সহ অপহরণকারীকে গ্রেফতার করে খোয়াইতে নিয়ে আসে এই মামলার তদন্তকারী অফিসার  চম্পা দাস সহ তার টিম। জানা গেছে অপহরণকারীর নাম অশোক কুমার চৌধুরী (৩০) পেশায় গাড়ি চালক। বাড়ি রাজস্থানের খেরি  মিলাং গ্রামে। উদ্ধারকৃত কিশোরীকে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।  ঘটনার বিবরন দিতে গিয়ে স্ব-বিস্তারে খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক পুষণ কান্তি মজুমদার জানান, গত নয় মাস যাবত নাবালিকা মেয়ে নিখোঁজ থাকলেও গত ৬ মেতে  খোয়াই মহিলা থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ মামলা হয়। যার কেইস নং ১৩/২৪ । সেই নিখোঁজ মামলার প্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার এস আই চম্পা দাস এবং তার টিম রাজস্থানের উদ্দ্যেশ্য রওয়ানা হয় এবং রাজস্থানের জয়পুর থানার পুলিশের সহায়তায় গত শনিবার রাজস্থানের জয়পুর শহর থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় । পাশাপাশি অপহরণকারী পেশায় গাড়ির চালক অশোক কুমার চৌধুরীকে (৩০) আটক করতে সক্ষম হয় তদন্তকারী পুলিশ অফিসাররা। ১৬মে অভিযুক্ত অপহরণকারী অশোক কুমার চৌধুরীকে খোয়াই মহিলা থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির  ৪১৭/৩৬৬/৩৬৬এ/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। ধৃতকে এদিন খোয়াই জেলা ও দায়রা আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্ত অপহরণকারী অশোক কুমার দাসকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেয়।  ১৪ দিন পর অভিযুক্ত অপহণকারীকে পুনরায় আদালতে হাজির করা হবে ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৬ই মে ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.