আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফরিদপুরে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    ফরিদপুর ডেস্ক, আরশিকথাঃ 


    ফরিদপুরে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।ফরিদপুর  পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নগরকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল বুধবার ১৫ মে রাত ১০ টায়  নগরকান্দা থানাধীন বারখাদিয়ার  চানমিয়া তালুকদার এর বসত বাড়ির পূর্ব পাশের চারচালা টিনের ওয়ালসেট ঘরের ভিতর হতে গ্রেফতার করা হয় ‌।

    আসামীরা হলেন রুপগঞ্জ থানার মৌকুলী উত্তরপাড়া গ্রামের আলী আজগর প্রদানের ছেলে হাবিবুর রহমান (২৭)। সোনারগাঁ থানার দামোদরদী গ্রামের আবু সিদ্দিকের ছেলে কামাল হোসেন (৪০)। রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের মৃত ফজর আলী ছেলে আলী হোসেন (২৭)। মৈকুলী গ্রামের মৃত ওসমান গনির ছেলে সুলতান (২৯)। আড়াইহাজার থানার ভাটিগুপন্দি গ্রামের আমিনুর রহমানের ছেলে আতাউর রহমান (২৬)। নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড বটতলা মজিবুর রহমানের ছেলে মনির হোসেন ( ২৮) ।এদেরকে সর্বমোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক  করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১৬ই মে ২০২৪



     

    3/related/default