আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'পোষণ ভি পড়হাই ভি' বিষয়ক চারদিনের প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ২৫শে জুন রাজধানীর প্রজ্ঞা ভবনের ২ নং হলে রাজ্য ভিত্তিক 'পোষণ ভি পড়হাই ভি' বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষন শিবিরের সূচনা হয়। তা চলে গত ২৮শে জুন পর্যন্ত।


    রাজ্য সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দফতর এবং NIPCCD গোয়াহাটির যৌথ উদ্যোগে হয় এই প্রশিক্ষন শিবির। শিবিরে চারদিন ব্যাপী গোমতী, সিপাহিজলা, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, উনকোটি ও দক্ষিন ত্রিপুরা জেলার মোট ১০০ জন সিডিপিও ও সুপারভাইজারকে প্রশিক্ষন দেওয়া হয়।


    এদিন প্রশিক্ষন শিবিরে উপস্থিত ছিলেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা অরুন কুমার দেববর্মা ও চন্দ্রানি বিশ্বাস সহ আরও অনেকে।

    শিবিরের সূচনা করে সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দফতরের অধিকর্তা স্মিতা মল এম এস বলেন, 'পোষণ ভি পড়হাই ভি' এই কর্মসূচিকে সার্থক ভাবে রুপায়নের জন্য প্রশিক্ষন প্রাপ্ত সিডিপিও ও সুপারভাইজাররা ১০,২২২ জন অঙ্গনওয়ারি কর্মীকে প্রশিক্ষন দেবেন। যা এই কর্মসূচীকে সার্থক রুপ দেবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৮শে জুন ২০২৪

     

    3/related/default