দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ভারত। কোহলির ৭৬ রান এবং টাইট বোলিং ভারতকে রোমাঞ্চকর ফাইনাল জিততে সাহায্য করেছে। কেনসিংটন ওভালে একটি নখ কামড়ানো ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ভারত তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। শেষ বল পর্যন্ত লড়েছে প্রোটিয়াসরা। কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। টস জিতে ব্যাট করতে নেমে, বিরাট কোহলির ৫৮ বলে ৭৬ এবং অক্ষর প্যাটেলের ৪৭ রানের সুবাদে ভারত সীমিত কুড়ি ওভারে ১৭৬/৭ করেছে। রোহিত শর্মা এবং কে এল রাহুলের নির্ভরযোগ্য শুরুটাও ছিল উল্লেখ করার মতো। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক দারুণ সঙ্গ দিয়েছে। দক্ষিণ আফ্রিকা কঠিন লড়াই করেছিল, কিন্তু হেনরিক ক্লাসেনের সাহসী অর্ধশতক সত্ত্বেও তাদের ইনিংস ১৬৯/৮ এ শেষ হয়েছিল। জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতের বোলাররা জয় নিশ্চিত করতে তাদের স্নায়ু ধরে রেখেছিল। অন্তিম ওভারে তিন উইকেট প্রাপ্তি বেশ উল্লেখযোগ্য। স্পিনার যুবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবের ভূমিকাও অনুষ্ঠিকার্য। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ বিরাট কোহলি পেয়েছে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব। খেলা শেষে বিরাট কোহলি বলেছেন দলের প্রত্যেকে আজ দুর্দান্ত খেলেছেন। এই জয়কে কিছুতেই সহজ জয় বলা যাবে না, তবে বোলারদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বলা বাহুল্য, প্রথমবার ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল।
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা দেশ-বিদেশ
৩০শে জুন ২০২৪