Type Here to Get Search Results !

মধ্য আমেরিকায় প্রবল বর্ষণে ১৩ জনের প্রাণহানিঃ আরশিকথা দেশ-বিদেশ

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


মধ্য আমেরিকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে এল সালভাদর ও গুয়েতেমালায় ১৩ জনের প্রাণহানি হয়েছে।উভয় দেশের কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।

মধ্য আমেরিকায় এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল সালভাদরে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস আমিয়া বলেছেন, পশ্চিমাঞ্চলীয় তাকুবা জেলায় সোমবার ভূমিধসে ৫ জন মারা গেছে।এই ঘটনার আগে রোববার রাজধানীতে আরো ২ জন নিহত হয়েছে। গাছ ও খুঁটি উপড়ে একটি গাড়ির ওপর পড়লে নিহতের এই ঘটনা ঘটে।

আমিয়া আরো বলেছেন, শুক্রবার ও রোববারের মধ্যে বন্যা ও ভূমিধসে আরো ৪ ব্যক্তি প্রাণ হারিয়েছে।এই প্রেক্ষিতে দেশটির কংগ্রেস ত্রাণ সরবরাহের সুবিধার্থে জরুরি অবস্থা অনুমোদন করেছে।

এছাড়া দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে এক্সে জানিয়েছেন, যাতায়াতসহ অন্যান্য ঝুঁকি এড়াতে তিনি মঙ্গলবার ছুটি ঘোষণা করতে কংগ্রেসকে বলেছেন।

শনিবার থেকে উভয় দেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে।গুয়েতেমালায় পশ্চিম পৌরসভা সাকাপুলাসের চাচায়া গ্রামে ৫৯ বছরের এক নারী এবং ৬৮ বছরের এক পুরুষ দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছে।

এদিকে ইকুয়েডরে ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬ থেকে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২২ জন।
দেশটির কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।উল্লেখ্য, মধ্য আমেরিকায় প্রতিবছর বর্ষা মৌসুমে শত শত লোক প্রাণ হারায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

১৮ই জুন ২০২৪
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.